রোহিঙ্গা নির্যাতন: মামলার সিদ্ধান্ত ওআইসির

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) রোহিঙ্গাদের ওপর নীপিড়নের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

- Advertisement -

মক্কায় ওআইসির শীর্ষ সম্মেলনে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার বিষয়ে ইঙ্গিত পাওয়া গেছে। শনিবার (১ জুন) চতুর্দশ ওআইসি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

মিয়ানমারে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র হিসেবে এর জবাবদিহি নিশ্চিত করতে ওআইসির পক্ষ থেকে গাম্বিয়ার নেতৃত্বে অ্যাডহক কমিটিকে ওই মামলা করতে বলা হয়েছে।

ওআইসি শীর্ষ সম্মেলনে ‘মক্কা ঘোষণা’য় রোহিঙ্গা শব্দটির সরাসরি উল্লেখ না থাকলেও, সম্মেলনে ঘোষিত ইশতেহারে রোহিঙ্গা প্রসঙ্গ এসেছে। শীর্ষ সম্মেলনের ১০২ দফা ইশতেহারের মধ্যে ৪৫তম দফায় রোহিঙ্গাদের মানবেতর পরিস্থিতি বিষয়ে গভীর নিন্দা জানানো হয়েছে।

- Advertisement -islamibank

২৫ আগস্ট ২০১৭ সালে মায়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM