অবশেষে ভারতের মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ খেলার ডাক এসেছে। চলতি বছরের নভেম্বরে বহুল আলোচিত এই সিরিজের তারিখ নির্ধারিত হয়েছে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সফরে দুই টেস্ট ছাড়াও থাকছে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ। তবে কোনো ওয়ানডে ম্যাচ থাকছে না ভারতের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ দ্বিপাক্ষিক পূর্ণাঙ্গ সিরিজে।
সেই ২০১৭ সালে অনেক আলোচনার পর হায়দ্রাবাদে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। তবে সেটি পূর্ণাঙ্গ সিরিজ ছিল না।
সিরিজের সূচি অনুযায়ী, ৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি, ৭ নভেম্বর রাজকোটে দ্বিতীয় ও ১০ নভেম্বর নাগপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া ১৪ নভেম্বর প্রথম টেস্টের ভেন্যু হিসেবে ইন্দোর ও ২২ নভেম্বর দ্বিতীয় টেস্টের ভেন্যু হিসেবে ইডেন গার্ডেনের নাম ঘোষণা করা হয়েছে।