বীর মুক্তিযোদ্ধা রমা চৌধুরীর মৃত্যুকে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। হজ পালন শেষে পবিত্র মদিনায় অবস্থানরত মেয়র জয়নিউজকে তাৎক্ষণিক এক শোকবার্তায় জানান, ‘রমা চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর। তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে উপস্থাপনে আমৃত্যু সচেষ্ট ছিলেন। তিনি ছিলেন সৎ ও নির্লোভ।’
আজ সোমবার (৩ই সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রমা চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুক্তিযুদ্ধ নিয়ে কয়েকটি বইও লিখেছেন রমা চৌধুরী। যে বইগুলো তিনি নিজেই ফেরি করতেন।
মেয়র আরো জানান, রমা চৌধুরীর মৃত্যু অসম্প্রাদায়িক বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। চট্টগ্রামবাসী মুক্তিযুদ্ধে তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে। উল্লেখ্য, প্রবাস থেকে মেয়র গুরুতর অসুস্থ ও মেডিকেলে চিকিৎসারত রমা চৌধুরীর চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।