ছয় রোহিঙ্গা অপহৃত হওয়ার পর তাদের মধ্যে তিনজনকে হত্যাচেষ্টার সময় কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন উখিয়ার বালুখালী ক্যাম্পের ছৈয়দ হোসেনের ছেলে নূর আলম (৪৫), কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের মোহাম্মদ সালেক (২৫) এবং ই-ব্লকের মোহাম্মদ আনোয়ার (৩৩)।
টেকনাফ থানার ওসি বলেন, রোববার রাতে উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে ছয় রোহিঙ্গা অপহৃত হন। সকালে চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় অপহৃতদের রাখা হয়েছে বলে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
“পুলিশ তিনজনকে গলা কেটে হত্যার চেষ্টা করার সময় উদ্ধার করে। অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।”
তিনি বলেন, উদ্ধার হওয়া তিনজনের মধ্যে একজনকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের একটি ক্লিনিকে আর দুইজনকে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই/জয়নিউজ