‘শেখ হাসিনা আবোল-তাবোল বকছেন’

শেখ হাসিনা এখন তারেক রহমান আতঙ্কে ভুগছেন। তারেক আতঙ্কে ঘুম হারাম হয়ে গেছে তাঁর। তাই তিনি আবোল-তাবোল বকছেন।

- Advertisement -

ষোলশহর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের পুনর্মিলনী অনুষ্ঠানে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান এ কথা বলেন।

- Advertisement -google news follower

সোমবার (১০ জুন) বিকালে ষোলশহর মোহাম্মদপুরের শেখ মমতাজ টাওয়ারের সামনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এসময় তিনি আরো বলেন, ঈদের আগে ঘরে এবং ঈদের পরে কর্মস্থলে ফেরার পথে বাড়তি ভাড়া প্রদান ও বিভিন্ন গণপরিবহনে টিকিট ও ভাড়া নিয়ে নানামুখী হয়রানির শিকার হয়েছে যাত্রীরা।

- Advertisement -islamibank

ঈদ মৌসুমে ভাড়া নিয়ে যাত্রীদের ওপর জুলুম যেন নিয়মে পরিণত হয়েছে। অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, বাস, ট্রেন ও লঞ্চের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা যাতায়াত করতে বাধ্য হয়েছে। ওবায়দুল কাদেরের ‘স্বস্তির ঈদে’ সড়কেই ঝরেছে ৫৭ প্রাণ।

ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ইসকান্দার মির্জা, মনজুর আলম মন্জু, আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক মো. বখতেয়ার, সহদপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সহশ্রম সম্পাদক আবু মুছা, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম ও মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু।

যুবদল নেতা মো. আলী শাকির পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি, আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, নগর যুবদলের সহসভাপতি ম. হামিদ, সি. যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, যুবদল নেতা জাফর আহমদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, গুলজার হোসেন, হাফেজ মো. কামাল, মোহাম্মদ আলী, সাইদুল ইসলাম, মো. এসকান্দর হোসেন, বিএনপি নেতা আইয়ুব আলী, আফিল উদ্দিন, মনিরুল ইসলাম মনু, এম এ নাছের, এম এ হামিদ দিদার, ওমর ফারুক, আবদুল হাই, ফখরুল ইসলাম শাহীন, আইয়ুব খান, সোলায়মান হোসেন মনা, মো. জাবেদ, সাইদুল ইসলাম মাসুম, মো. নাছির, মো. রানা ও সাইফুল প্রমুখ।

জয়নিউজ/কাউছার/বিআরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM