চৌকশ পুলিশ অফিসার হিসেবে সুনাম আছে তার। ফেসবুকেও সরব। ফেসবুকে অভিযোগ পেয়ে অনেক সমস্যার সমাধান করেছেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন সরাসরি। যাতে তারা সেবা পায় দ্রুত। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ব্যস্ততম থানার দায়িত্বে থেকেও সব কাজ করে যাচ্ছেন অবলীলায়।
কোতোয়ালি থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এবার শিরোনামে এলেন থানার অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে ঝাড়ু হাতে নিয়ে। নিজে ও অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে মিলে ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার করেছেন নিজ থানা। থানার ভেতরের পাশাপাশি বাইরের কম্পাউন্ডেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছেন।
শুক্রবার (১৪ জুন) সকালে মোহাম্মদ মহসিনের নেতৃত্বে সব এসআই এবং এএসআই ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেন।
ওসি মোহাম্মদ মহসিন জয়নিউজকে বলেন, আমাদের কাজ আমরাই করি, পরিষ্কার-পরিচ্ছন্ন করি নিজের থানা, নিজের কর্মস্থল।
সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, আপনারাও আপনাদের কাজ নিজেরা করুন। এতে সুন্দর হবে নগর, সুন্দর হবে দেশ।
এদিকে, এদিন সকাল থেকে ওসি মহসিনের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে পুরো থানার প্রতিটি কক্ষ, থানার বাইরের বারান্দা, সিলিং, থানার বাইরের খোলা জায়গাসহ সব এলাকা নিখুঁতভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করেন থানার ওসি (তদন্ত), এসআই, এএসআই, কনস্টেবলরা।