বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শনিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে দেশের চলমান রাজনীতি, দল পুনর্গঠন, জোট সম্প্রসারণ, দলের আন্দোলন কর্মসূচি ও ছাত্রদলের সংকট সমাধান নিয়ে আলোচনা হতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপি বড় ধরনের কোনো আন্দোলন করতে পারেনি। এই বৈঠকে দলের কর্মসূচির উপর বেশি গুরুত্ব দেওয়া হবে এবং বৈঠকে সকলে যদি আন্দোলনের বিষয়ে মত দেন, তাহলে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারে দলটি।
এছাড়া সিদ্ধান্ত পরিবর্তন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচিত চারজনের শপথ নেওয়ার ব্যাখ্যাও চাওয়া হতে পারে এ বৈঠকে।
জয়নিউজ/আরসি