রামগড় স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

রামগড়ে নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ এর নির্মাণ কাজ, স্থলবন্দর এলাকা ও মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ।

- Advertisement -

রোববার (১৬ জুন) বেলা ১১টায় রামগড় স্থল বন্দর পরিদর্শন করেন।
রামগড় স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

- Advertisement -google news follower

এ সময় তাঁকে স্বাগত জানান, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, বিজিবি রামগড় জোন অধিনায়ক লে.কর্নেল তারিকুল হাকিম, জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা, ইউএনও উম্মে ইসরাত ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. হান্নান।

পরিদর্শন শেষে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী জয়নিউজকে বলেন, রামগড় স্থলবন্দর দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে। উভয় দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনশিল্পে আসবে যুগান্তকারী অগ্রগতি। অর্থনৈতিকভাবে এ অঞ্চল হবে সমৃদ্ধ।

- Advertisement -islamibank

এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি ও ঢাকা হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি নবনীতা চক্রবর্তী প্রমুখ।

জয়নিউজ/শ্যামল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM