সেমির পথে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো পথ নেই বাংলাদেশের। ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম-সৌম্যের শুরুটা হয়েছিল উড়ন্ত। ভালো শুরু এনে দিয়ে ওপেনাররা বিদায় নিলেও লড়ে চলেছেন সাকিব আল হাসান। সেঞ্চুরি করে বাংলাদেশকে জয়ের পথে রেখেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ ওভারে শেষে ৩ উইকেট বাংলাদেশের সংগ্রহ ২৪৮ রান। ক্রিজে আছেন সাকিব (১০০) ও লিটন (৪৭)। জয়ের জন্য ৯৬ বলে দরকার ৭৪ রান।
৪০ বলে ফিফটি করা সাকিব সেঞ্চুরি পূর্ণ করেন ৮৩ বলে। ২৩ রান করেই ওয়ানডে ক্যারিয়ারে ৬ হাজারি ক্লাবের সদস্য হলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশ্বসেরা এই অলরাউন্ডার বিশ্বকাপের তিন ম্যাচে ৭৫, ৬৪ ও ১২১ রানের ইনিংস খেলেছেন।
শুধু রান করাই নয়, উইকেট শিকারেও শীর্ষে সাকিব। বিশ্বকাপে বাংলাদেশি বোলার হিসেবে ২৫ ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।