সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে ‘প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও করনীয়’ শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার (১৮জুন) বেলা ১২টায় সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সনাকের সভাপতি প্রফেসর বৌধিসত্ব দেওয়ান।
সনাক সদস্য মো. জহুরুল আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য চিংমেপ্রু মারমা।
বক্তব্য রাখেন প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও দুর্লভ চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গঠনে টিআইবি কাজ করে যাচ্ছে। দুর্নীতির ধারণা সূচক প্রণয়নের মাধ্যমে বিভিন্ন দেশে দুর্নীতির অবস্থান নির্ণয় ও দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে সনাক।
এসময় বক্তারা টিআইবির কাজের স্বচ্ছতার কথাও তুলে ধরেন।
সভায় খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জয়নিউজ/সবুজ/আরসি