আগামী ২২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড)। এ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টায় সিভিল সার্জন কার্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। যৌথভাবে এ আয়োজন করে স্বাস্থ্য বিভাগ খাগড়াছড়ি ও এনএনএস।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন সরোয়ার মাহবুব, সিনিয়র শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, জুনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ইন্দ্রজিৎ চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্য ও সাংবাদিক আবু দাউদ।
কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৭৬৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার ১৭৯ জন শিশুকে ২২ জুন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার ১ হাজার ১০টি সেন্টারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে।
জয়নিউজ/সবুজ/আরসি