পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনের সঙ্গে লড়ছে জাপান। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) টাইফুন ‘জেবি’ জাপানে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
টাইফুনের প্রভাবে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয়দের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, জাপানের দক্ষিণ অংশে ঝড়ো বাতাস প্রবাহিত হচ্ছে। প্রচন্ডে ঝড়ে কায়তো স্টেশনের কাঁচের ছাদ ভেঙে অনেক মানুষ আহত হয়।
পুলিশ জানায়, তুমুল বাতাসে অনেকগুলো গাড়ি ও ট্রাক উড়ে গেছে। কানসাই বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনাল বিল্ডিংয়ের বেইসমেন্ট পানিতে তলিয়ে গেছে।
এসআই/জয়নিউজ