খালেদাকে ছাড়াই সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দলের সপ্তম জাতীয় সম্মেলনের প্রস্ততি শুরু করেছে বিএনপি

- Advertisement -

শনিবার (২২ জুন) সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নীতিনির্ধারণী সর্বোচ্চ পর্ষদ স্থায়ী কমিটিতে নিয়োগ পাওয়া দুই সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে জিয়ার সমাধিতে যান ফখরুল।

- Advertisement -google news follower

২০১৬ সালের ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনে বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হন। মহাসচিব হন মির্জা ফখরুল। তিন বছরের মেয়াদ এরইমধ্যে শেষ হয়ে গেছে ওই কমিটির।

ফখরুল বলেন, দলের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি আমরা নিচ্ছি। ইতোমধ্যে আমাদের সাংগঠনিক কার্যক্রম, পুনর্গঠনের কার্যক্রম শুরু হয়েছে জেলা ও অঙ্গ সংগঠনগুলোতে।

- Advertisement -islamibank

স্থায়ী কমিটির এখনও যে দুটি পদ শূন্য, তা কবে পূরণ হবে- এমন প্রশ্নে ফখরুল বলেন, যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে।

স্থায়ী কমিটির নতুন সদস্য সেলিমা রহমান জানান, বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই তাদের চ্যালেঞ্জ। তিনি বলেন, আমরা স্থায়ী কমিটিতে এমন কিছু কৌশল নির্ধারণ করব, যাতে আমাদের দলটা সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকে।

ইকবাল মাহমুদ টুকু বলেন, অভিজ্ঞতার আলোকে জনগণকে সঙ্গে নিয়ে বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন যাতে শুরু করতে পারি, সে চেষ্টা করব।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিশেষ সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM