আফগানদের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে বড় পুঁজি গড়তে পারেনি ভারত। টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তারা তুলেছে ২২৪ রান।
সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে শনিবার (২২ জুন) বিশ্বকাপের ২৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-আফগানিস্তান।
ইনিংসের চতুর্থ ওভারে বিদায় নেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা (১)। ব্যক্তিগত ৩০ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল।
তিন নম্বরে নেমে অধিনায়ক বিরাট কোহলি রানের চাকা সচল রাখেন। ৬৩ বলে পাঁচটি বাউন্ডারিতে ৬৭ রান করে ফিরে যান কোহলিও। লেগ বিফোরের ফাঁদে পড়া বিজয় শঙ্কর করেন ২৯ রান।
৫২ বল খেলে তিনটি বাউন্ডারিতে ২৮ রান নিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন ধোনি। ৯ বলে ৭ রান করে বিদায় নেন হার্দিক পান্ডিয়া। শেষ ওভারের তৃতীয় ও পঞ্চম বলে গুলবাদিন নাইবের বলে আউট হন ১ রান করা মোহাম্মদ শামি এবং ৫২ রান করা কেদার যাদব।
আফগান বোলার গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবী নিয়েছেন দুটি করে উইকেট। মুজিব উর রহমান, রশিদ খান, আফতাব আলম ও রহমত শাহ নেন একটি করে উইকেট।
পয়েন্ট টেবিলে টিম ইন্ডিয়া উপরের দিকে থাকলেও একেবারে তলানিতে আফগানরা। ভারত নিজেদের পঞ্চম আর আফগানিস্তান নিজেদের ষষ্ঠ ম্যাচে খেলতে নেমেছে।