“Achieving the Sustainable Development Goals throgh effective Delivery of Services Innovative Trnsformation and Accountable Institutions” এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩জুন) সকাল ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, সরকারি কর্মচারীরা পাবলিক সার্ভিসকে শুধু পেশা নয়, ব্রত হিসেবেও গ্রহণ করবেন। এ সময় তিনি স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে সকল কর্মচারীদের কাজ করার আহ্বান জানান ।
আলেচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আবুল হাশেম।
এর আগে সকারৈ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।