নগরের বন্দরটিলা এলাকায় একটি বন্ধ জুয়েলারি দোকানের ভেতর থেকে মালিক সঞ্জয় ধরের (৪৬) লাশ উদ্ধার করেছে ইপিজেড থানা পুলিশ।
রোববার (২৩ জুন) দুপুরে বন্দরটিলার আয়েশা বাপের গলির মনিশ্রী জুয়েলার্স নামে একটি দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সঞ্জয় ধরের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়।
স্থানীয়রা জানান, বন্ধ দোকান থেকে উৎকট গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। তবে তালাবদ্ধ না থাকলেও দোকানের গ্রিলের দরজা লাগানো ছিল। পুলিশ দরজা খুলে দেখে, দোকান মালিক সঞ্জয়ের গলাকাটা মরদেহ পড়ে আছে। তার পেটের দু’পাশে ছুরিকাঘাত করা হয়েছে। দিনদুয়েক আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) হামিদুল হোসেন জানান, সঞ্জয় সুদের বিনিময়ে মানুষকে টাকা ঋণ দিত। বন্ধকী ব্যবসাও করতো। এ নিয়ে কোনো বিরোধকে কেন্দ্র করে খুন হতে পারে বলে আমাদের ধারণা।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
জয়নিউজ/পিডি