উপবন এক্সপ্রেস: দুর্ঘটনা তদন্তে কমিটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

- Advertisement -

সোমবার (২৪ জুন) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন। কমিটিতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. মিজানুর রহমানকে প্রধান করা হয়েছে বলে জানান তিনি।

- Advertisement -google news follower

এ সময় রেলসচিব বিকাল ৫টার মধ্যে উদ্ধারকাজ শেষ হবে বলে আশ্বাস দেন।

রোববার (২৩ জুন) রাত ১২টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৭ জন নিহত এবং শতাধিক যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -islamibank

ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং তিনটি বগি লাইনচ্যুত হয়। সাতটি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM