ঘুষ, মানি লন্ডারিং ও উৎসবিহীন দেড় কোটি টাকা আয়ের অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের তৃতীয় শ্রেণির কর্মচারী অলী উল্লাহ সুমন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৫ জুন) নগরের আগ্রাবাদের বাদামতলীর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অলী উল্লাহ পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কার্যালয়ের সহকারী দাবি পরিদর্শক (এসিআই)। ময়মনসিংহের নান্দাইলের বারুইগ্রামের মিশ্রীপুরের এলাকার আবদুর রহমানের ছেলে।
দুদক চট্টগ্রামের উপ-পরিচালক মাহবুবুল আলম বলেন, ঘুষ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বরে অলী উল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছিল। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে ১৬৩/৪২০ দণ্ডবিধির আইনে দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং অভিযোগ আনা হয়েছে।