খালেদার মুক্তি দাবিতে অনশনের কর্মসূচি বিএনপির

দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৮ সেপ্টেম্বর মহানগর ও জেলায় একঘণ্টার  মানববন্ধন ও ১২ সেপ্টেম্বর দুই ঘণ্টার প্রতীকী অনশন হবে বলে বুধবার (৫ সেপ্টেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

- Advertisement -

রিজভী বলেন, ‘আজ দেশের সর্বত্র কোটি কোটি মানুষ আওয়াজ তুলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তিই হচ্ছে জনগণের একমাত্র আকাঙ্ক্ষা। তার মুক্তির দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ১১টা থেকে ১২টায় এবং সারাদেশে মহানগর ও জেলায় এই কর্মসূচি পালিত হবে। ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১২টা প্রতীক অনশন হবে ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলা সদরে।

- Advertisement -google news follower

প্রসঙ্গত, গত ৮ ফ্রেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের সাজায় খালেদা জিয়া পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।

বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

- Advertisement -islamibank

জয়নিউজ/জেডএইচ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM