ভারতের হজ কোটা ২ লাখে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব।
জাপানে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
কেন্দ্রীয় হজ কমিটির তথ্যানুসারে এ বছর ২ হাজার ৩০ নারী কোনো পুরুষ সঙ্গী ছাড়াই হজ পালন করবেন। সরকার ২০১৮ সালে নারীদের পুরুষ অভিভাবক ছাড়া পালনের অনুমতি দেয়।