চীনে তৈরি হবে অ্যাপলের ৬ হাজার ডলারের নতুন ম্যাক প্রো। প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির নতুন এই সিদ্ধান্ত কিছুটা অবাক করার মতোই।
নিজেদের সিংহভাগ পণ্য চীনে তৈরি হলেও এই পণ্যটিকে এতদিন যুক্তরাষ্ট্রের বাইরে যেতে দেয়নি প্রতিষ্ঠানটি।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বড় ধরনের পণ্য উৎপাদনের ইতি টানছে অ্যাপল। এরইমধ্যে ম্যাক প্রো উৎপাদনের জন্য কোয়ান্টা কম্পিউটার ইনকরপোরেটের সঙ্গে কথা বলা হয়েছে। উৎপাদন সাইট হিসেবে সাংহাইয়ের বাইরের একটি কারখানা নির্বাচন করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে ওই কারখানাটিতে শুধু ম্যাকবুক ও অ্যাপল স্মার্টওয়াচ তৈরি হতো| অ্যাপলের নতুন এ সিদ্ধান্তের ফলে ম্যাক প্রো কিনতে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের বাড়তি কর গুনতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, চীন থেকে আমদানি হওয়া প্রতিটি পণ্যে ২৫ শতাংশ কর যোগ করার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন।
জয়নিউজ/পিডি