শিক্ষার্থীরা জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় না থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। কলেজ ক্যাম্পাসকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ এ আহ্বান জানান।
সোমবার (১ জুলাই) এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ একে এম আবদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী মোবাইল ফোনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়া-সংস্কৃতির চর্চা করে সকল ক্ষেত্রে পারদর্শী হতে হবে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
অধ্যাপক অর্পণা চৌধুরী ও অধ্যাপক সুজন বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক সেলিম নাওয়াজ চৌধুরী, অধ্যাপক নুরুল আব্বাস, অধ্যাপক জহিরুল ইসলাম, অধ্যাপক অর্র্পণ কান্তি ব্যানার্জি, অধ্যাপক প্রদীপ বড়ুযা, অধ্যাপিকা সীমা চক্রবর্তী, রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, কলেজ শিক্ষার্থী উম্মে হাবিবা।