‘চলো স্বপ্ন দেখি, উড়াই স্বপ্ন ঘুরি’ শ্লোগানটি বুকে ধারণ করে নবরূপে ১৯ বছরের পদার্পণ করা সংগঠন মেধা বিকাশ কেন্দ্র শিশুদের পাঠশালার এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ জুলাই) নগরে একটি রেস্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট উত্তম কুমারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের পরিচালক দৈনিক আজাদীর সিনিয়র স্টাফ রিপোর্টার শুকলাল দাশ।
সভায় ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে শিশুদের পাঠশালার নতুন কমিটি গঠন, শিশু উৎসব উদযাপনের প্রাক-প্রস্তুতি সভা, ম্যাগাজিন প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অয়োজনের সম্পর্কে আলোচনা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশুদের পাঠশালার উপ-পরিচালক অ্যাডভোকেট অভিজিৎ রায় (পুলক), শিক্ষক মিন্টু কুমার দাশ, শিক্ষক দেবাশীষ দত্ত ক্রেডিট, এসআই সজল দাশ, সাংবাদিক কাঞ্চন মহাজন, সৈয়দ শিবলী ছাদেক কফিল, গোলাম সরওয়ার, কাউছার খান, রিটন বড়ুয়া, সুজন দাশ, নোবেল সিকদার তাপস, আশু নাথ, মিথুন চক্রবর্তী, এম তারেকুজ্জামান ও অনুপ কুমার বিশ্বাস প্রমুখ।