প্রান্তিক কৃষকদের সেচ পাম্প ও পাওয়ার টিলার বিতরণ

পার্বত্য মন্ত্রণালয় ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপির সহযোগিতায় খাগড়াছড়িতে কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হলরুমে এই বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

- Advertisement -google news follower

এসময় তিনি বলেন, প্রান্তিক কৃষকদের সহযোগিতায় এই পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ করা হচ্ছে। এর ফলে এই কৃষকরা তাদের জীবনমান আরো অনেকদূর এগিয়ে নেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার, জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, জুয়েল চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলায় ৩৪টি পাড়াকেন্দ্রে ১৬টি সেচ পাম্প ও ১৮টি পাওয়ার টিলার বিতরণ করা হয়।

জয়নিউজ/সবুজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM