খাগড়াছড়িতে কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় মাটিরাঙা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপির সহযোগিতায় স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্র্যাক্টস (এসআইডি-সিএইচটি) শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এ সব বিতরণ করেন।
মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপির জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা বক্তব্য রাখেন।
এসময় মাটিরাঙা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, বড়নাল ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর ও তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীরসহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। কৃষকদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ কৃষিতে সাফল্য পেয়েছে। কৃষক তার ধানের ন্যায্যমুল্য পাচ্ছে।
পাহাড়ের চাঁদাবাজি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কংজরী চৌধুরী বলেন, উগ্র পাহাড়ী জাতীয়তাবাদ ও উগ্র বাঙালি জাতীয়তাবাদ পরিহার করারও আহ্বান জানান।
অনুষ্ঠানে মাটিরাঙার ৩৭ টি কৃষক মাঠ স্কুলের সদস্যদের মাঝে ১৮ টি সেচ পাম্প এবং ১৯টি পাওয়ার টিলার বিতরণ করা হয়।
জয়নিউজ/জাফর/বিআর