মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন হাটহাজারী পৌরসভার মো. জাফর (৪৫) নামে এক ব্যবসায়ী।
জাফর পৌরসভার ৩নং ওয়ার্ড আজিম পাড়া এলাকার মো. আবদুর রশিদের ছেলে।
তিনি এলাকার শেরে বাংলার মাজার সংলগ্ন শামীম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে তাকে চট্টগ্রামের মির্জারপুল এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
বর্তমানে তিনি পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান ওই ব্যবসায়ীর স্ত্রীর ভগ্নিপতি আলমপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ মাহামুদ।
রাশেদ মাহামুদ জানান, এদিন সকাল ১১টায় নিজের প্রতিষ্ঠানের মালামাল কেনার জন্য মো. জাফর চট্টগ্রাম শহরে যান। তবে দুপুর ১২টার পর থেকে ওনার ব্যক্তিগত মোবাইলে সংযোগ না পেয়ে তার পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে।
‘এদিকে বিকাল ৩টার দিকে ওনার (ব্যবসায়ী) পরিচিত এক ব্যক্তি তাকে নগরের মির্জারপুল এলাকা থেকে উদ্ধার করে হাটহাজারীতে নিয়ে আসে। এসময় তার সঙ্গে থাকা প্রায় দেড় লাখ টাকা ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি। আমাদের ধারণা তিনি মলম পার্টির খপ্পরে পড়েছেন।’ যোগ করেন রাশেদ।