মোবাইল ফোন থেকে বাংলায় লেখা এসএমএসের খরচ ২৫ পয়সায় নামিয়ে আনা হয়েছিল। এবার ইংরেজির ক্ষেত্রেও একই মূল্য নির্ধারণের পরিকল্পনা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ফলে মোবাইল ফোন থেকে পাঠানো সব ধরনের এসএমএসের ব্যয় ২৫ পয়সা করে নির্ধারিত হচ্ছে। চলতি বছরের ২০ জুন থেকে মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে বাংলায় লেখা এসএমএসের চার্জ সর্বোচ্চ ২৫ পয়সা নির্ধারণ করে বিটিআরসি।
সূত্র জানায়, একেকটি এসএমএসের জন্য মাত্র কয়েক পয়সা খরচ হয় অপারেটরগুলোর। ফলে খরচ বাদ দিয়ে লাভ রেখেও মূল্য ধরলে ২৫ পয়সা অনেক বেশি। সেক্ষেত্রে বাংলায় লেখা এসএমএস ২৫ পয়সায় চালানোর পরীক্ষা সফল হলে সব এসএমএসের চার্জ কমানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
আগে স্থানীয় পর্যায়ে সাধারণ এসএমএসে ক্ষেত্রে সর্বোচ্চ চার্জ ছিল ৫০ পয়সা। কয়েক বছর আগে এসএমএসের এ সর্বোচ্চ চার্জ নির্ধারণ করা হয়।
জয়নিউজ/পিডি