ভারত বিশ্বচ্যাম্পিয়ন: ভবিষ্যদ্বাণী শোয়েব আখতারের

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসেবে চিরশত্রু ভারতের জয় চাইছেন পাকিস্তানের তারকা বোলার শোয়েব আখতার! শুধু চেয়েছেন বললে ভুল হবে, ভারত বিশ্বকাপ জিতবে এমন ভবিষ্যদ্বাণীই করেছেন এ স্পিডস্টার।

- Advertisement -

এ যেন ভুতের মুখে রামনাম। অবশ্যই নিজ দেশ সেমিফাইনালে উঠলে এমনটা তিনি চাইতেন কিনা সন্দেহ!

- Advertisement -google news follower

তবে তার এ চাওয়া একেবারে অমূলক নয়। বিশ্বকাপের গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে এশিয়ার একমাত্র প্রতিনিধি ভারত। গ্রুপ পর্বে ৯ ম্যাচে ৭ জয়ের বিপরীতে তাদের হার মাত্র ১ টি। অন্য ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছে।

পয়েন্ট টেবিলের একে থাকায় চার নম্বর দল হিসেবে সেমিফাইনলে তুলনামূলক সহজ প্রতিপক্ষ নিউজিল্যান্ডকেই পাচ্ছে ভারত। ৯ জুলাই ম্যানচেস্টারে ফাইনালে ওঠার লড়াইয়ে কিউদের বিপক্ষে মাঠে নামবে তারা।

- Advertisement -islamibank

সেমিফাইনালে নিউজিল্যান্ড কোনো বাধা তো নয়-ই, ভারতকে একেবারে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন শোয়েব, ‘নিউজিল্যান্ড চাপ নিতে পারে না। আমি আশা করছি, ওরা এবারও চাপের মুখে গুটিয়ে যাবে না। কিন্তু সত্যিকার অর্থে আমি চাইছি বিশ্বকাপটা উপমহাদেশেই থাকুক। আমি সব দিক থেকেই ভারতকে সমর্থন দিচ্ছি।’ নিজের ইউটিউব এভাবেই ভারতের পক্ষ নিয়েছেন শোয়েব।

ভারতের সঙ্গে ব্যক্তিগতভাবে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছেন রোহিত শর্মা।

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন রোহিত। তাই স্বাভাবিকভাবে তাকেও প্রশংসায় ভাসিয়েছেন শোয়েব। তিনি বলেন, ‘রোহিত শর্মার টাইমিং ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দারুণ। খেলার ধরণ সম্পর্কেও ভালো বোঝে।’

জয়নিউজ/পার্থ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM