জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৭৪৪ কোটি ৪৭ টাকা।
সোমবার (৯ জুলাই) দুপুরে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, অনুমোদিত প্রকল্প ব্যয়ের সরকারের নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ছয় হাজার ৪১৪ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ১৮৯ দশমিক ছয় কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা পাওয়া যাবে একহাজার ১৪০ কোটি ৪৪ লাখ টাকা।