ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বব্যাপী নারীদের ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. ইউনূসকে গ্লোবাল উইমেন’ স লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত ‘গ্লোবাল সামিট অব উইমেন’-এ সম্প্রতি তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৯ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই শীর্ষ পর্যায়ের ব্যবসা ও অর্থনৈতিক সম্মেলন। এ বছরের সম্মেলনের বিষয়বস্তু ছিল ‘সফলতার সংজ্ঞা পুনর্নির্ধারণে নারী’। ৬৫টি দেশ থেকে ১ হাজার ২০০-এর বেশি ব্যবসায়ী ও সরকারি নেতারা এবারের সম্মেলনে যোগ দেন। প্রসঙ্গত, গ্লোবাল সামিট অব উইমেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল উইমেন রিসার্চ অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউটের একটি প্রকল্প, যা বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দিয়ে থাকে।