খাগড়াছড়িতে বন্যার্তদের ত্রাণ বিতরণ

খাগড়াছড়িতে পাহাড় ধস ও বন্যা কবলিত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। বুধবার (১০ জুলাই) রাতে পৌর শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শিশু প্রাথমিক বিদ্যালয় ও গোলাবাড়ী ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হয়েছে।

- Advertisement -

এসময় প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল, আলু, সোয়াবিন তেল, ডাল, লবন, চিনি, মুড়ি, বিস্কুট, মোমবাতিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

- Advertisement -google news follower

জেলা সদরে ক্ষতিগ্রস্থ ও বন্যা কবলিত প্রায় ৩ হাজার লোকের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করা হবে বলে জানা গেছে।

খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংশেইপ্রু চৌধুরী অপু, জুয়েল চাকমা, খোকশের ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংবাদিক নুরুল আজম, পৌর কাউন্সিলর পরিমল দেবনাথ, মাসুদুল হক মাসুদ, নারী ভাইস চেয়ারম্যান নিউসা মগ, ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক রেজাউল করিম প্রমুখ এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।

জয়নিউজ/শ্যামল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM