ফটিকছড়িতে বনকর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে এজাহারভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
হাসনাবাদ রেঞ্জের তারাহো বিটের কর্মকর্তা আতিকুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েছ আলম জয়নিউজকে বলেন, বুধবার (৫ সেপ্টেম্বর) সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে পাকা ঘর নির্মাণে বাধা দেওয়ায় বনকর্মীদের ওপর হামলা হয়।
ঘটনাস্থলেই বনকর্মী আবদুস সালাম নিহত হন। এ ঘটনায় নজরুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে বনবিভাগের পক্ষ থেকে মামলা করা হলে এজাহারভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দেলোয়ার হোসেন (২৮), মো. ইয়াছিন (২১), হাসান নিজামী (১৮), বিবি রহিমা (৪০), বিবি মরিয়ম (৪০), রোকেয়া বেগম (৫৫), নার্গিস আক্তার (১৮), ঝর্ণা আক্তার (১৭), মনোয়ারা আক্তার (১৫) ও প্রিয়াংকা আক্তার (১৫)।
জয়নিউজ/এফএম