চট্টগ্রামসহ ১০ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ১০ জেলায় নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

- Advertisement -

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা এবং নীলফামারী জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

- Advertisement -google news follower

শুক্রবার (১২ জুলাই) সচিবালয়ে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এক সভা হয়।

সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান সাংবাদিকদের বলেন, দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় মাঠ পর্যায়ের সঙ্গে সমন্বয় করে ব্যাপক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

- Advertisement -islamibank

প্রতিমন্ত্রী বলেন, বন্যাদুর্গত জেলাগুলোতে সাড়ে ১৭ হাজার মেট্রিকটন চাল, ৫০ হাজার প্যাকেট শুকনো খাবার এবং দুই কোটি ৯৩ লাখ নগদ টাকা পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুয়েক দিনের মধ্যে এসব জেলায় ৫০০টি করে তাঁবু এবং মেডিকেল টিম পৌঁছে যাবে।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM