চন্দ্রঘোনায় প্রধান শিক্ষকদের নিয়ে দিনব্যাপী ‘ট্রেনিং অন সাপ্লিমেন্টারি রিডিং মেটেরিরিয়াল(এসআরএম) এন্ড হোল স্কুল এপ্রোস (ডব্লিউএসএম) ফর হেডমাস্টার্স’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১২ জুলাই) খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল হলরুমে এনজিও সংস্থা আরস্টেপ-ইউবিআরের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরস্টেপের রাজস্থলী উপজেলা ম্যানেজার কাজী মুশফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদের আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরস্টেপ- ইউবিআরের প্রোগ্রাম অফিসার হোসনে জাহান লিজা, কেপিএম স্কুলের প্রধান শিক্ষক রহিমা বেগম রোজী, রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু।
কর্মশালায় কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ২১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।