টানা সাত দিনের ভারি বর্ষণে বান্দরবানের লামা উপজেলার অনেকাংশই পানির নীচে তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন ধারা।
অপরদিকে টানা বর্ষণের ফলে ভূমিধসের আশঙ্কাও দেখা দিয়েছে প্রকট। বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সহযোগিতায় ইতোমধ্যে কয়েকশ’ মানুষকে সরিয়ে আনা হয়েছে নিরাপদ আশ্রয়ে।
বৃহস্পতিবার আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এএসএম ফখরুল ইসলাম চৌধুরী অস্থায়ী আশ্রয় শিবির পরিদর্শন করেন। এসময় আলীকদম সেনা জোনের পক্ষ উদ্যোগে বন্যার্থদের দুপুরের খাবার পরিবেশন করা হয়।
এবিষয়ে মেজর ফখরুল ইসলাম জয়নিউজকে বলেন, টানা বর্ষণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। আমরা ইতোমধ্যে কিছু লোককে সরিয়ে এনে নোনার বিল প্রাথমিক বিদ্যালয়ে জড়ো করেছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কেউ বড় কোনো ক্ষতির মুখে না পড়ে।
এদিকে আলীকদমে বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাতামুহুরী নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হলেও ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সড়ক যোগাযোগ কিছুটা বিঘ্নিত হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।