চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করা নাট্যজন ও শিল্পী শান্তনু বিশ্বাসের (৬৯) মরদেহ শনিবার (১৩ জুলাই) চট্টগ্রামে আনা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সুবিধার্থে তার মরদেহ শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রাখা হবে।
এরপর বিকেল চারটায় নগরের এমএম আলী সড়কের চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে নেওয়া হবে।
শিল্পীর পরিবারের বরাত দিয়ে সংবাদমাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেছেন গল্পকার জিন্নাহ চৌধুরী।
প্রসঙ্গত, শুক্রবার (১২ জুলাই) বিকাল ৪টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শান্তনু বিশ্বাস। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।