নগরের সিটি গেট এলাকায় রেজাউল করিম রনিকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত বাস হেলপার মোঃ মানিক সরকার (২৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে মহানগর হাকিম আল ইমরানের আদালতে এ জবানবন্দী দেন তিনি। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, বাস থেকে ফেলে রেজাউল করিম রনিকে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে ওই মামলার আসামি মানিক সরকার। এর আগে গত ১ সেপ্টেম্বর নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে মানিক সরকারকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত ২৭ আগস্ট দুপুরে নগরীর সিটি গেট এলাকায় ভাড়া নিয়ে তর্কের জেরে চলন্ত বাস থেকে চালক ও হেলপার মিলে মারধর করে ফেলে দেয় ওই বাসের যাত্রী রেজাউল করিম রনিকে। পরে ওই বাসের নিচেই চাপা পড়ে মারা যান তিনি।
এ ঘটনায় ২৮ আগস্ট রাতে নগরীর আকবর শাহ থানায় নিহতের মামা আব্দুর রহমান বাদী হয়ে বাসচালক দিদারুল আলম ও হেলপার মানিক সরকারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
জয়নিউজ/এফও/জেডএইচ