কবর ইস্যুতে উত্তেজনার মাঝেই রংপুর ঈদগাহ মাঠে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ।
এসময় তাঁরা প্রিয় নেতার লাশ ঢাকা নিতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন। জানাজা শুরুর আগে মাইকে বারবার ঘোষণা দেওয়া হয়, কোনোভাবেই এরশাদের লাশ ঢাকায় নিতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে প্রিয় নেতার লাশ রংপুরেই সমাহিত করা হবে। এরশাদের ‘শেষ ঠিকানা হবে রংপুর’, ‘প্রিয়নেতা এরশাদকে রংপুরে সমাহিত করতে হবে’ লেখা স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে ভিড় করেন নেতাকর্মীরা।
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে এরশাদের মরদেহবাহী হেলিকপ্টার রংপুর সেনানিবাসে পৌঁছায়। সেখান থেকে মরদেহ দুপুর ১টার দিকে রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আনা হয়। এসময় একে একে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা শ্রদ্ধা জানান।
এরশাদের মরদেহ দেখতে সকাল থেকেই নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিরা রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে ভিড় করেন। এ সময় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখের জলে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান তারা।
তবে জানাজার পর মরদেহ ঢাকায় নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। বনানীতে সামরিক কবরস্থানে এরশাদের দাফন সম্পন্ন হবে।
জয়নিউজ/আরসি