জনগণের কথা শুনতে এবার জনতার দরবারে মেয়র নাছির

আ জ ম নাছির উদ্দীন। পুরো নাম আবু জাহেদ মোহাম্মদ নাছির উদ্দীন। ২০১৫ সালের ২৮ এপ্রিল জনরায়ে চট্টগ্রামের নগরপিতা নির্বাচিত হন তিনি। শপথ নেন ওই বছরের ৬ মে। তবে আইনি বাধ্যবাধকতার কারণে দায়িত্ব গ্রহণ করেন ২৬ জুলাই। চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করার প্রতিশ্রুতি সম্বলিত ৩৬ দফা নির্বাচনি ইশতেহার ছিল তাঁর।

- Advertisement -

দায়িত্ব গ্রহণের পর গত চারবছর কি করেছেন বা কি করতে পারেননি এ নিয়ে জনগণের মুখোমুখি হচ্ছেন মেয়র নাছির। আগামী ২৫ জুলাই জামালখান ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে এ কার্যক্রম। নগরের রীমা কনভেনশন সেন্টারে সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হবে।

- Advertisement -google news follower

স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে পর্যায়ক্রমে চট্টগ্রাম সিটি করপোরেশনের সবগুলো ওয়ার্ডে এ কর্মসূচি চলবে বলে জয়নিউজকে নিশ্চিত করেছেন মেয়র নাছির।

মেয়র বলেন, ‘আমি জনগণের সেবক। জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করেছি শতভাগ দৃঢ়তা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে তা করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় গত চার বছরে চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আমরা কি কাজ করেছি, কি করতে পারিনি, আরো কি করা উচিত এ নিয়ে জনগণের মুখোমুখি হচ্ছি। কারণ জনগণই হচ্ছে শক্তি।’

- Advertisement -islamibank

এ বিষয়ে বুধবার (১৭ জুলাই) রাতে মেয়র নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও প্রকাশ করেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM