ছেলেধরা সন্দেহে রোহিঙ্গা নারীকে গণপিটুনি

বান্দরবানে ছেলেধরা সন্দেহে রোকেয়া (১৮) নামে এক রোহিঙ্গা নারীকে গণপিটুনি দিয়েছে জনতা।

- Advertisement -

শুক্রবার (১৯ জুলাই) দুপুরে জেলা সদরের লেমুঝিরি আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

স্থানীয়রা জানায়, মাঠে গরু চড়াতে যাওয়া শুভ নামের এক ছেলেকে রোহিঙ্গা নারী রোকেয়া কাছে ডাকে। পরিবারের লোকদের বিষয়টি জানালে স্থানীয়রা রোকেয়াকে ধাওয়া করে। এসময় সে পালিয়ে যেতে চাইলে গ্রামবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করেছে। পরে চিকিৎসার জন্য পুলিশ তাকে সদর হাসপাতালে নিয়ে যায়।

- Advertisement -islamibank

স্থানীয় উজ্জল তঞ্চঙ্গ্যা জয়নিউজকে বলেন, রোহিঙ্গা নারীটি কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে এসেছে। তার সঙ্গে আরও চারজন রয়েছে বলে রোকেয়া গণপিটুনির সময় এলাকাবাসীর কাছে স্বীকার করেছে। তবে আটক নারীর চিৎকার শুনে অন্যরা পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জয়নিউজকে বলেন, সদরের লেমুঝিড়ি আগাপাড়া এলাকায় ছেলেধরা সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। গণপিটুনিতে আহত নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।

জয়নিউজ/আলাউদ্দিন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM