ভারতের জনপ্রিয় কৌতুক শিল্পী মঞ্জুনাথ নাইডু শনিবার (২০ জুলাই) দুবাইয়ের একটি স্টেজে পারফর্ম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর।
দুই ঘণ্টার কমেডি শোতে নাইডুই ছিলেন শেষ শিল্পী। স্ট্যান্ডআপ অ্যাক্ট করার সময় তাঁর সমস্যা হচ্ছিল বলে আয়োজকদের জানান। সামনে থাকা একটি বেঞ্চে বসেও পড়েন। সেখানেই নিমেষের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।
এই ঢলে পড়াকে উপস্থিত দর্শক প্রথমে অভিনয়েরই একটা অংশ ভেবেছিলেন। তাই সবাই হাসতে শুরু করেন। পরে সবাই বুঝতে পারেন, নাইডু মারা গেছেন। অবশ্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ।
কমেডি সার্কেলে নাইডু বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। কমেডি ও অভিনয় খুবই ভালোবাসতেন। শেষ চার-পাঁচ বছর ধরে তিনি দুবাইতেই ছিলেন। দ্য কোর্টইয়ার্ড প্লেহাউজে নিয়মিত পারফর্ম করতেন। রোববার (২১ জুলাই) দুবাইতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
জয়নিউজ/আরসি