মুনিরিয়া যুবতবলীগ নিষিদ্ধের দাবিতে ও সাংসদ ফজলে করিম চৌধুরীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুলাই) দুপুর ২টায় রাউজানের মুন্সির ঘাটা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান শাখার সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকের হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম চৌধুরী রানা, আহসান হাবিব চৌধুরী, আবদুল্লাহ আল মাসুদ, শিক্ষক নেতা হাবিবুল হক, জানে আলম, তাপস চৌধুরী,মো. আলী, বদিউল আলম মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী, জামাল উদ্দিন, অমল দাশ, তপন মহাজন, রফিকুল ইসলাম রেজভী, নুরুল ইসলাম, মাওলানা হাবিবুল হোসাইন, প্রনব ভট্টচার্য্য, মানস দাশগুপ্ত, ফিরোজ আহম্মদ চৌধুরী, শিক্ষক আবদুল্লাহ আল রশিদি, আবুল কালাম আজাদ, সেলিম উদ্দিন ও মাওলানা ইদ্রিস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মুনিরিয়া যুবতবলীগ কমিটি তরিকত্বের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আলেম ওলামা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাদের ওপর হামলা করে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মুনিরিয়া যুবতবলীগ কমিটিকে নিষিদ্ধ ও মুনিরিয়ার সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।