মেয়র গোল্ডকাপে সেমিফাইনালে বাংলাদেশ বয়েজ-মিরসরাই স্পোর্টিং

মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালের টিকেট পেল বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি ও মিরসরাই স্পোর্টিং ক্লাব।

- Advertisement -

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত কেএম এজেন্সির পৃষ্ঠপোষকতায় মেয়র আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯’র ২য় কোয়ার্টার ফাইনালে সাড়ে তিনটায় মুখোমুখি হয় বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি বনাম হাটহাজারী স্পোর্টস ক্লাব।

- Advertisement -google news follower

খেলায় বাংলাদেশ বয়েজ ক্লাব ১-০ গোলে জয় লাভ করে। খেলার দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটের সময় অসাধারণ গোল করে বাংলাদেশ বয়েজ ক্লাবের খেলোয়াড় নুরুচ্ছফা।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাংলাদেশ বয়েজ ক্লাবের খেলোয়াড় নুরুচ্ছফা। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক শাহীন সারওয়ার।

- Advertisement -islamibank

এদিকে, ৩য় কোয়ার্টার ফাইনালে সাড়ে চারটায় মুখোমুখি হয় মিরসরাই স্পোর্টিং ক্লাব বনাম বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা।

খেলায় মিরসরাই স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয় লাভ করে। খেলার দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে মিরসরাই স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ইয়াছিন আরাফাত জয়সূচক গোলটি করে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মিরসরাই স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ইয়াছিন আরাফাত। ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার প্রদান করেন জয়নিউ ‘র যুগ্ম-সম্পাদক বিপ্লব পার্থ।

খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের যুগ্ম সম্পাদক মো রাশেদ খান, সুনীল কৃষ্ণ দে, আবদুল আজিজ, আলমগীর, মহসীন সাজু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়কারী মোশাররফ হোসেন লিটন, আলাউদ্দীন ভূঁইয়া, নুর জাহেদ বাবলু, সাইফুর রহমান রানা, রাসেল রাজু, ওমর ফারুক, আনিসুল ইসলাম ইমন, মো. ফয়সাল, নয়ন, আলাউদ্দিন, অভি ও শাহেদ।

বুধবার (২৪ জুলাই) বিকাল ৪ টায় ৪র্থ কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে নির্বাণ ক্লাব বনাম মহসীন সাজু ফুটবল একাডেমি।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM