‘চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়।’ লর্ডসে ইংল্যান্ড-আয়ারল্যান্ড খেলা চলাকালে নজরুলের বিখ্যাত সেই গানের লাইনগুলো কানে বেজে যাচ্ছিল বার বার।
ভিক্ষা চাওয়ার মতো অবস্থা না হলেও বুধবার (২৪ জুলাই) বিশ্বজয়ী ইংল্যান্ডের যেন ভিখারি দশা হয়েছিল! যে লর্ডস বিশ্বকাপের সোনার মুকুট পড়িয়েছিল, সেই লর্ডসেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড!
নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা আইরিশদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। শুরু থেকেই প্রতিপক্ষের পেসারদের তাণ্ডবে পুড়তে থাকে ইংলিশরা। সর্বোচ্চ ২৩ রান করেন জো ডেনলি। তবে দলের আর কেউ ২০ রানও করতে পারেননি।
শূন্য রানে বিদায় নেন বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য জনি বেয়ারস্টো, মঈন আলী ও ক্রিস ওকস।
ভয়ঙ্কর হয়ে ওঠা আইরিশ পেসার টিম মারটগ ৯ ওভার বল করে দুই মেডেনসহ মাত্র ১৩ রানে ৫টি উইকেট তুলে নেন। মার্ক অ্যাডাইর ৩টি ও বয়েড র্যা নকিন দুটি উইকেট নেন।