শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের একটি গাড়িতে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টায় কাপড়ের ব্যাগ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দর শুল্ক কর্মকর্তা (সুপার) ফজলুর রহমান জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিজেন্ট এয়ারওয়েজের ২ নম্বর গাড়িতে তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে এ অভিযান চালায়।
তিনি আরো বলেন, জব্দ করা স্বর্ণের ওজন ৭ কেজি ৪৮৮ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা।
জয়নিউজ/হিমেল/আরসি