পশ্চিম বাকলিয়া: পিতার আসনে আসীন পুত্র ডিউক

নগরের ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হয়েছেন একেএম আরিফুল ইসলাম ডিউক। তিনি এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর একেএম জাফরুল ইসলামের ছেলে।

- Advertisement -

বিএনপি সমর্থিত প্রার্থী ডিউক মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫৮৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. মাসুদ করিম টিটু রেডিও প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টায় ভোট গণনা শেষে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসারের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

এরআগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

- Advertisement -islamibank

এদিকে, ফলাফল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা সুষ্ঠু পরিবেশে ইভিএমে ভোট প্রদানে অংশ নেওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সবার অংশগ্রহণে আমরা সুষ্ঠু-সুন্দর উপ- নির্বাচন উপহার দিতে পেরেছি।

পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ১৭টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৪৯ হাজার ৭৮২ জন। এর মধ্যে ভোট পড়েছে ১৮.৬৯ শতাংশ।

এ উপ-নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ, ১৭ এপ্রিল নগরের পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর একেএম জাফরুল ইসলাম মারা যান। ১২ জুন কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করা হয়।

জয়নিউজ/পার্থ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM