সৌদি আরবে বেড়েছে বিবাহ বিচ্ছেদ

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে হঠাৎ করেই বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছে। প্রতি ঘণ্টায় গড়ে ছয়টি করে দিনে প্রায় ১৪৪টি বিবাহ বিচ্ছেদ হচ্ছে দেশটিতে।

- Advertisement -

এক পরিসংখ্যানে বলা হয়েছে, গত একমাসে সৌদিতে ৪ হাজার ৫১৩টি ডিভোর্স হয়েছে। গতমাসে ১৪ হাজার ১৮টি বিয়ে হয়। সুতরাং বিয়ে ও ডিভোর্সের অনুপাত দাঁড়ায় ৩ অনুপাত ১।

- Advertisement -google news follower

দেশটির মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মক্কায় ৩ হাজার ৩১৯টি বিয়ের বিপরীতে ১ হাজার ৫১১টি, মদিনায় ১ হাজার ২১টি বিয়ের বিপরীতে ৩২২টি, আল কাসিমে ৭১৯টি বিয়ের বিপরীতে ২৫৭টি এবং তাবুকে ৩৫৫টি বিয়ের বিপরীতে ১৬৩টি ডিভোর্সের ঘটনা ঘটেছে।

আইনজীবী নওয়াফ আল-নাবাতি এ প্রসঙ্গে বলেন, ইলেক্ট্রনিক্স ম্যারেজ কন্ট্রাক্টের ফলে ডিভোর্স পদ্ধতি আগের চেয়ে এখন অনেক সহজ হয়ে গেছে। আর দম্পতিরা তাদের বিবাহিত জীবন নিয়ে সচেতন হওয়ায় ডিভোর্সের দিকে ঝুঁকছে।

- Advertisement -islamibank

সমাজবিজ্ঞানীদের মতে, সৌদির নারীরা এখন অনেকটাই স্বাধীন। যার ফলে বিচ্ছেদের ব্যাপারে তারা একাই সিদ্ধান্ত নিতে পারছেন।- সৌদি গেজেট

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM