রাজধানীর রূপনগর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে দুইজন নারী। শনিবার (২৭ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যদের মধ্যে একজন পুলিশ পরিদর্শক ও দুইজন কনস্টেবল।
অ্যান্টি টেররিজম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মাহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার ভোরে জঙ্গি সংগঠনটির সদস্যদের ধরতে রূপনগরের ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বোমা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে পুলিশও কয়েক রাউন্ড গুলি চালায়।
মাহিদুজ্জামান আরও বলেন, জঙ্গিদের দা’র কোপে এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশের গুলিতে জাকারিয়া নামে এক জঙ্গি আহত হয়েছে। আটক করা হয়েছে নারীসহ পাঁচ জঙ্গিকে।
বাসাটি থেকে দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
জয়নিউজ/আরসি