বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অনুকরণে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, এবারের সংগ্রাম আমাদের ক্ষমতায় যাওয়ার সংগ্রাম। এবারের সংগ্রাম জনগণের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম।
শনিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাপা আয়োজিত এক যৌথসভায় এই স্লোগান দেন রওশন।
তিনি বলেন, জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছে ২৮-২৯ বছর আগে। এর মাঝখানে আমরা আর ক্ষমতায় আসতে পারিনি। তবে এবার আমাদের সামনে ভালো একটি সুযোগ এসেছে। রওশন মনে করেন, আগামী নির্বাচনে জিততে হলে তাদের আমলের উন্নয়নচিত্র জনগণকে অবহিত করতে হবে।
তিনি বলেন, আমরা যদি পার্টিকে সংগঠিত করতে পারি এবং জনগণকে আমাদের উন্নয়নচিত্র দেখাতে পারি, তাহলে আবারো আমরা ক্ষমতায় যেতে পারব।
আওয়ামী লীগ ও বিএনপির আমলের চেয়ে জাতীয় পার্টির আমলে বেশি উন্নয়ন হয়েছে দাবি করে এ সময় এরশাদকে উন্নয়নের ‘স্বপ্নদ্রষ্টা’ বলে উল্লেখ করেন রওশন।
জয়নিউজ/আরসি