মিল্কভিটা-আড়ংসহ দেশের ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ বিক্রিতে পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট।
রোববার (২৮ জুলাই) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
বাজারে থাকা পাস্তুরিত দুধে সীসাসহ মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকার কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এই নিষেধাজ্ঞার ফলে বিএসটিআই অনুমোদিত ১৪টি কোম্পানির সবগুলোকেই এখন পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ, বিপণন ও বিতরণ এবং কেনা বা খাওয়া বন্ধ রাখতে হবে ৫ সপ্তাহের জন্য।